Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, কিশোরগঞ্জ এর কার্যালয়ের কর্মসম্পাদনের সার্বিক চিত্র

 

সাম্প্রতিক বছর সমূহের প্রধান অর্জনসূহ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জেলার জনগণের দুর্যোগ ঝুঁকিহ্রাস এবং দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলা ও সামাজিক নিরাপত্তামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। গত বছরে গ্রামীণ অবকাঠমো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ১২২৪৪ টি প্রকল্প বাস্তবায়ন করা হয়। যাদের মাধ্যমে ১৫৫৪৫ টি সোলার প্যানেল স্থাপন এবং ৪৬৪৩১.৪৬ কি:মি: রাস্তা সংস্কার করা হয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে পুকুর খনন, তালগাছ রোপন, বায়োগ্যাস, উন্নতচুলা স্থাপন ইত্যাদি। গ্রামীণ অবকাঠোমা রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির মাধ্যমে কিশোরগঞ্জ জেলায় ৩৯৮৮ টি প্রকল্প বাস্তবায়ন করা হয়। যার মাধ্যমে ২৪১৭৫০WPসোলারসিস্টেমসস্থাপন, রাস্তানির্মাণ৪০১৪২ কি:মি: এবং২.২কি:মি: খালখননকরাহয়েছে।এছাড়াওউল্লেখযোগ্যকর্মকাণ্ডের মধ্যেরয়েছেধর্মীয়ওশিক্ষাপ্রতিষ্ঠানমেরামতওউন্নয়ন, শিক্ষাউপকরণবিতরণ, ব্রিজ/কালভার্টমেরামত, মাঠভরাট, বাঁধনির্মাণ, বৃক্ষরোপনইত্যাদি। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় জন হতদরিদ্র গ্রামীণ কর্মহীন মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বছরে দুই মৌসুমে ৪০ দিন করে মোট ৮০ দিনের কর্মসংস্থান নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে, যার এক তৃতীয়াংশ মহিলা।