Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চুক্তিসমূহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 

 

জেলা ত্রাণওপুনর্বাসন কর্মকর্তা, কিশোরগঞ্জ

এবং

মহাপরিচালক, দুর্যোগব্যবস্থাপনাঅধিদপ্তর

 

বার্ষিককর্মসম্পাদনচুক্তি

 

 

জুলাই ১, ২০১৮ – জুন ৩০, ২০১৯

 

 

 

 

 

 

                                                                 

 

 

                                                                        1

সূচিপত্র

 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, কিশোরগঞ্জ এর কার্যালয়ের কর্মসম্পাদনের সার্বিক চিত্র                                         ৩

উপক্রমণিকা (Preamble)                                                                                                        4

সেকশন ১: রূপকল্প (Vision), অভিলক্ষ্য (Mission), কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলি                                   ৫

সেকশন ২: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমের চূড়ান্ত ফলাফল/প্রভাব (Outcome/Impact)    ৬

সেকশন ৩: কৌশলগত উদ্দেশ্য, অগ্রাধিকার, কার্যক্রম, কর্মসম্পাদন সূচক এবং লক্ষ্যমাত্রাসমূহ                         ৭

সংযোজনী ১: শব্দসংক্ষেপ (Acronyms)                                                                                        ১৩

সংযোজনী ২: কর্মসম্পাদন সূচকসমূহ, বাস্তবায়নকারী দপ্তর/সংস্থাসমূহ এবং পরিমাপ পদ্ধতি                                 ১৪

সংযোজনী ৩: কর্মসম্পাদন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের উপর নির্ভরশীলতা                                    ১৬                                                                                                                    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, কিশোরগঞ্জ এর কার্যালয়ের কর্মসম্পাদনের সার্বিক চিত্র

 

সাম্প্রতিক বছর সমূহের প্রধান অর্জনসূহ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জেলার জনগণের দুর্যোগ ঝুঁকিহ্রাস এবং দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলা ও সামাজিক নিরাপত্তামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। গত বছরে গ্রামীণ অবকাঠমো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ১২২৪৪ টি প্রকল্প বাস্তবায়ন করা হয়। যাদের মাধ্যমে ১৫৫৪৫ টি সোলার প্যানেল স্থাপন এবং ৪৬৪৩১.৪৬ কি:মি: রাস্তা সংস্কার করা হয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে পুকুর খনন, তালগাছ রোপন, বায়োগ্যাস, উন্নতচুলা স্থাপন ইত্যাদি। গ্রামীণ অবকাঠোমা রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির মাধ্যমে কিশোরগঞ্জ জেলায় ৩৯৮৮ টি প্রকল্প বাস্তবায়ন করা হয়। যার মাধ্যমে ২৪১৭৫০WPসোলারসিস্টেমসস্থাপন, রাস্তানির্মাণ৪০১৪২ কি:মি: এবং২.২কি:মি: খালখননকরাহয়েছে।এছাড়াওউল্লেখযোগ্যকর্মকাণ্ডের মধ্যেরয়েছেধর্মীয়ওশিক্ষাপ্রতিষ্ঠানমেরামতওউন্নয়ন, শিক্ষাউপকরণবিতরণ, ব্রিজ/কালভার্টমেরামত, মাঠভরাট, বাঁধনির্মাণ, বৃক্ষরোপনইত্যাদি। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় জন হতদরিদ্র গ্রামীণ কর্মহীন মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বছরে দুই মৌসুমে ৪০ দিন করে মোট ৮০ দিনের কর্মসংস্থান নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে, যার এক তৃতীয়াংশ মহিলা।

সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ

জলবায়ু পরিবর্তনের কারণে হাওরে অকাল বন্যা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক এবং নতুন নতুন দুর্যোগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এতে বিশেষ করে দরিদ্র মানুষের দুর্ভোগ বাড়ছে। দুর্যোগের ঝুঁকিহ্রাস, দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি এবং দুর্যোগ পরবর্তী সাড়াদান দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস করে। এক্ষেত্রে চ্যালেঞ্জ হল বিভিন্ন আপদের ফলে সৃষ্ট দুর্যোগে জনগণের করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবেলায় কলা-কৌশল রপ্ত করা, গবেষণা ও প্রযুক্তির যথার্থ ব্যবহার এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত সার্বিক পরিকল্পনা প্রণয়ন। আরেকটি সমস্যা হল বিভিন্ন সংস্থার সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির সমন্বয়হীনতা।

ভবিষ্যৎ পরিকল্পনা

২০১৬-২০২০ মেয়াদের জন্য একটি নতুন জাতীয় পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়াধীন। সে প্রেক্ষিতে জেলায় দুর্যোগ কবলিত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং গ্রামীণ অতিদরিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করা হবে। এছাড়া, দুর্যোগ কবলিত জনগণের ঝুঁকি হ্রাসকল্পে বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। জনগণকে সচেতন করার জন্য সারাদেশে দুর্যোগ মহড়া ও প্রশিক্ষণ অব্যাহত রাখা হবে।

২০১৮-১৯ অর্থ বছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:

  • অতিদরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টি;
  • ০২ টি নতুন বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ;
  • ক্ষুদ্র ও মাঝারি আকারের ১১ টি ব্রিজ/কালভার্ট
  • ২৮.৯০০ কি:মি: গ্রামীণ রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ডকরণ;
  • অনলাইনে দুর্যোগ ক্ষয়ক্ষতি ও চাহিদা নিপূরণ;
  • মুজিব কিল্লা নির্মাণ;
  • জেলা ত্রাণ গুদাম কাম-দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ;
  • গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ;

 

উপক্রমণিকা (Preamble)

 

সরকারি দপ্তর/সংস্থা সমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প ২০২১ এর যথাযথ বাস্তবায়নের

লক্ষ্যে-

 

জেলাত্রাণওপুনর্বাসনকর্মকর্তা, কিশোরগঞ্জ

এবং

মহাপরিচালক, দুর্যোগব্যবস্থাপনাঅধিদপ্তর এর মধ্যে ২০১৯ সালেরতারিখে এই বার্ষিক

 কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হল।

 

 এই চুক্তিতে স্বাক্ষরকারী উভয়পক্ষ নিম্নলিখিত বিষয়সমূহে সম্মত হলেন:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

4

 

সেকশন১:

রূপকল্প(Vision), অভিলক্ষ্য (Mission), কৌশলগতউদ্দেশ্যসমূহএবংকার্যাবলি

.১রূপকল্প(Vision):

 

প্রাকৃতিক, জলবায়ুজনিত ও মনুষ্যসৃষ্ট দুর্যোগের ক্ষতিকর প্রভাব বিপদাপন্ন জনগোষ্ঠির সহনীয় পর্যায়ে কমিয়ে দারিদ্র হ্রাস।

 

১.২ অভিলক্ষ্য (Mission):

দুর্যোগব্যবস্থাপনারসার্বিক সক্ষমতা শক্তিশালীকরণের মাধ্যমে জনগণের বিশেষ করে দরিদ্র ও দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠির ঝুঁকিওবিপদাপন্নতাহ্রাসএবংবড়মাত্রারদুর্যোগমোকাবেলায়সক্ষমএকটিদক্ষজরুরিসাড়াপ্রদানপদ্ধতিপ্রতিষ্ঠা।

 

১.৩কৌশলগতউদ্দেশ্যসমূহ (Strategic Objections):

          1.3.1 কৌশলগতউদ্দেশ্যসমূহ

1.ঝুঁকিতেথাকাজনগোষ্ঠিরসক্ষমতা বৃদ্ধি ও বিপদাপন্নতাহ্রাস;

            ২. প্রাতিষ্ঠানিকব্যবস্থাশক্তিশালীকরণ;

            ৩. জরুরিসাড়াপ্রদানপদ্ধতিশক্তিশালীকরণ এবং দুর্যোগ ও জলবায়ুজনিত পরিবর্তনের অভিযোজন প্রক্রিয়ার

 উন্নয়ন এবং

৪. দুর্যোগব্যবস্থাপনাপদ্ধতিতেপেশাদারিত্বেরউন্নয়ন;

 

1.3.২আবশ্যিককৌশলগতউদ্দেশ্যসমূহ

1.দক্ষতারসঙ্গেবার্ষিককর্মসম্পাদনচুক্তিবাস্তবায়ননিশ্চিতকরা;

            ২. কার্যপদ্ধতিওসেবারমানোন্নয়ন;

            ৩. দক্ষতাওনৈতিকতারউন্নয়ন;

৪. কর্মপরিবেশউন্নয়ন;

৫. তথ্যঅধিকারওস্বপ্রণোদিততথ্যপ্রকাশবাস্তবায়নজোরদারকরা

৬. আর্থিকব্যবস্থাপনারউন্নয়ন;

 

.৪কার্যাবলি (Functions):

 

১. দুর্যোগেরসময়ঝুঁকিকমানোরলক্ষ্যেজনসাধারণ, সরকারি কর্মচারী এবংবিভিন্নপেশারলোকদেরসচেতনকরতেবিভিন্নকার্যক্রমগ্রহণকরা।

২. বিভিন্নমন্ত্রণালয়স্থানীয়কর্তৃপক্ষ,প্রশিক্ষণওএনজিও’রসহযোগিতায়সরকারিকর্মকর্তা/কর্মচারীনির্বাচিতজনপ্রতিনিধিএবংঅন্যদেরদুর্যোগব্যবস্থাপনাপ্রশিক্ষণদেয়া।

৩. এনজিওদেরদুর্যোগব্যবস্থাপনাসংক্রান্ত কাজের সমন্বয় করা।

৪. আবহাওয়া সর্তক সংকেত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচারাভিযান নিশ্চিত করা।

৫. কাজের বিনিময়ে খাদ্য (গ্রামীণ অবকাঠমো সংস্কার) কর্মসূচি, গ্রামীণ অবকাঠমো রক্ষণাবেক্ষণ (টেস্ট রিলিফ), ভিজিএফ, জিআর এবং এধরনের অন্যান্য কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মানবিক সহায়তা প্রদান;

৬. অতিদরিদ্রদের ঝুঁকি হ্রাসকল্পে বছরের বিভিন্ন সময়ে কর্মাভাব কালে (Lean Period)কর্মসংস্থান নিশ্চিত করা;

৭. বৈদেশিক সূত্র হতে প্রাপ্ত খাদ্য ও অন্যান্য জরুরি মানবিক সহায়তা ব্যবহার ও বিতরণ সংক্রান্ত বিষয়ে সমন্বয় সাধন;

৮. দুর্যোগ ঝুঁকি হ্রাসকল্পে ক্ষুদ্র ব্রিজ/কালভার্ট এবং বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তদারকি;

৯. জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে দুর্যোগ সম্পৃক্ত অভিযোজন কর্মসূচি/প্রকল্প বাস্তবায়ন;

১০. দুর্যোগ কালীন সময়ে আশ্রয়কেন্দ্রে মানুষ ও গবাদিপশুর যাতায়াতে সহায়তার জন্য ব্রিজ/কালভার্ট নির্মাণ তদারিক;

১১. গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ তদারকি;

 

 

আমি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, কিশোরগঞ্জ মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর

নিকট অঙ্গীকার করছি যে, এই চুক্তিতে বর্ণিত ফলাফল অর্জনে সচেষ্ট থাকব।

 

আমি, মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,  জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, কিশোরগঞ্জ এর নিকট অঙ্গীকার করছি যে, এই চুক্তিতে বর্ণিত ফলাফল অর্জনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করব।

 

 

(মো: মোকাররম হোসেন)

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা

কিশোরগঞ্জ

 

 

 

 

তারিখ

 

 

 

                                                            

 

(আবু সৈয়দ মোহাম্মদ হাশিম)

মহাপরিচালক

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

 

 

 

 

তারিখ